নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৬, ৩ জুন ২০২৪

আড়াইহাজারে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে রিকশা চালক ওসমান হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৩ জুন) আড়াইহাজার থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল হোসেন আড়াইহাজার থানার চাসুরকান্দি সরকারপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, গত ২৮ মে (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামী আবুল হোসেনকে লোকমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ মামলায় আবুল হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। রায় ঘোষনার পর আবুল হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ একটি গোয়েন্দা দল জোর তৎপরতা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে আবুল হোসেনের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।  

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১’র একটি আভিযানিক দল আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ওসমান আড়াইহাজার উপজেলার বাসিন্দা এবং সে পেশায় রিক্সাচালক ছিল। ২০০৮ সালের  ২৮ নভেম্বর গ্রেপ্তারকৃত আবুল হোসেন ও তার সহযোগীরা রিক্সাচালক ওসমানকে গলাকেটে হত্যা করে তার মরদেহ ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গলে ফেলে রাখে।

এ ঘটনায় ওসমানের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২(১১)০৮। 

পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামী আবুল হোসেন (৩০) এর বিরুদ্ধে হত্যা মামলার  ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিজ্ঞ আদালত ২৮  মে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।