বন্দরে শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া গতীতে নৌযান চালানোর অপরাধে এম.বি. নিউ মায়ের আশির্বাদ (বালুবাহী) বাল্কহেড জব্দসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো সুদূর ভোলা জেলার চর ফ্যাশন থানার হামিদপুর এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে বাল্কহেড সুকানি মোতাহার (৩৮) ও সুদূর বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার শ্রীপুর (পূর্ব) এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে বাল্কহেড গ্রিজার রাসেল হাওলাদার (২৫)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ বাদী হয়ে রোববার (২ জুন) সকালে বন্দর থানায় বেপরোয়া ভাবে নৌযান চালানোর অপরাধে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪(৬)২৪ ধারা- ২৮০ পেনাল কোড-১৮৬০।
গ্রেপ্তারকৃতদের রোববার (২ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১ জুন) পৌনে ৪টায় বন্দর থানার কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ী আওতাধীন চর ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে উক্ত বালুবাহী বাল্কহেড জব্দসহ উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা গেছে, গত শনিবার সোয়া ৩টার সময় বন্দর থানাধীন চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদী দিয়ে এম বি নিউ মায়ের আশির্বাদ নামক একটি বালুবাহী বাল্কহেড বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় কলাগাছিয়া নৌ পুলিশ উক্ত বাল্কহেডটি আটক করে। পরে আটককৃত বাল্কহেডের প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চাইলে বাল্কহেড কর্মরতরা ফটোকপি প্রদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।