ফতুল্লার রেল স্টেশন পিলকুনি এলাকায় স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোঃ আসলাম শেখ (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার রাতে তাকে পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকা থেকে গ্রেফতার কর। বৃহস্পতিবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মোঃ আসলাম শেখ মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গানগুলি বাড়ীর মোঃ মোস্তফা শেখের পুত্র। বর্তমানে পূর্ব লালপুর (পাকিস্তান খাদ) এলাকায় স্ব-পরিবারে বসবাস করে আসছিলো।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়,মোঃ আসলাম শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার মধ্যরাতে তাকে লালপুর (পাকিস্তান খাদ) এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মোঃ আসলাম শেখ কে গ্রেফতার করে।
তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেত সক্ষম হয় গ্রেফতারকৃত আসলাম শেখের অন্যতম সহোযোগি মিঠুন।
গ্রেফতারকৃতকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে সূত্রটি।