নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪০, ৩০ মে ২০২৪

সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ঘোষিত ৫দিনের কর্মসূচির প্রথম দিনে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে । 

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহাগের উদ্যোগে দুপুর বারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়। 

বাদ জোহর সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে চৌধুরী বাড়ি লক্ষীনারায়ণে দোয়া ও খাবার বিতরণ করা হয়। 

এসময়ে দোয়া মাহফিল পূর্ব বক্তব্যে অতিথিরা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং সেই সাথে  বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জালাল কালুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মমতাজ উদ্দিন মন্তু'র সভাপতিত্বে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির, মহানগর যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সোহেল, আলম, রুবেল, হাসান, রুবেল, জামাল, হৃদয়, গালিব প্রমুখ।