নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৫১, ৩০ মে ২০২৪

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পূর্বাচল আমেরিকান সিটির ডেপুটি ম্যানেজার আবু বক্বর ভূইয়া পায়েল(৫৩) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক  ট্রাকটি জব্দ করেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে সড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্বর ভূইয়া পায়েল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন গোয়ালদী এলাকার আবু ইউসুফের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশের এসআই রিপন কুমার হালদার জানান, সকাল পৌনে ৯ টারদিকে নিজ বাড়ী সোনারগাঁয়ের গোয়ালদী থেকে মোটরসাইকেল যোগে রূপগঞ্জের কাঞ্চনে পূর্বাচল আমেরিকান সিটিতে আসার পথে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল নীল ভিটা এলাকায় পৌছেলে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। 

এসময় মোটরসাইকেল আরোহী আবু বক্কর ভূইয়া পায়েল গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্থ  মোটরসাইকেলটি উদ্ধার ও  ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছে।