বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের কলাবাগ পূর্বপাড়া মহল্লার শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে আছে। পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এনিয়ে ওই এলাকার বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে এ দুরবস্থা থেকে পরিত্রান পেতে চান।
তারা জানান, বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের কলাবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলঘ্ন পূর্বপাড়া মহল্লাটিতে কয়েক বছরে নতুন নতুন অনেক বাড়িঘর তৈরি হয়েছে। কিন্তু লোকজনের চলাচলের জন্য রাস্তা বা পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি।
বিগত সময়ে ওই এলাকার প্রভাবশালী শফি মিয়া পুকুরে মাছ চাষ করার কারনে পানি যাওয়ার পাইপটি বন্ধ করে দেয়। ফলে জলাশয়ের পানি কোথাও বের হতে পারে না।
যার কারনে মানুষের বাড়ির সামনে জলাশয়ে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকাটি পানিবন্দি হয়ে পড়ে। তা ছাড়া আশপাশের চার-পাঁচটি ড্রেনের পানিও সেখানে এসে জমা হয়। এজন্য সারা বছরই পানিতে তলিয়ে থাকে ওই মহল্লার রাস্তাঘাট।
প্রধান সড়কে আসতে হয় হাটুপানি মাড়িয়ে। যেন দূর্ভোগের কোন অন্ত থাকে না। স্থানীয় জনপ্রতিনিধির কাছে তারা এ জনদূর্ভোগের বিষয়ে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার কথা জানিয়েছেন।
ওই এলাকার বাসিন্দা খোকন হোসেনসহ ভুক্তভোগীরা জানান, হাঁটুপানি ডিঙিয়ে বয়স্করা কোনো রকমে পার হতে পারলেও ময়লাযুক্ত পানি ও কাদায় নাজেহাল হতে হয় নারী ও শিশুদের। তা ছাড়া ময়লাযুক্ত পানি পার হয়ে মসজিদে যেতে পারেন না মুসল্লীরা।
এ ব্যাপারে বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ জানান,নতুন ড্রেন নির্মাণ ছাড়া জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে না। সামনে বর্ষাকাল চলে এসেছে। তবে আমাদের পরিকল্পনা আছে জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ করব।