নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৫, ২৫ মে ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) বিকেলে ফতুল্লার পিলকুনি পেয়ারাবাগান এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তার নাক-মুখ দিয়ে লালা পড়তে দেখা গেছে। পেয়ারাবাগান এলাকায় একাধিক ফাস্টফুডের দোকান রয়েছে। সেখানে ওই নারীকে সকাল ৮টার দিকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। দুপুরে লেক ভিউ ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টের পেছনের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীরা জানিয়েছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পর্কিত বিষয়: