
সিগারেট খাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে ১ মাস ৪ দিনেও বাসায় ফিরে আসেনি রাসেল (২৪) নামে এক মিশুক চালক।
গত (১৬ এপ্রিল) সকাল ১০ টায় বন্দর উপজেলার শান্তিনগরস্থ তার নিজ বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরেনি সে।
নিখোঁজ রাসেল বন্দর উপজেলার শান্তিনগর এলাকার রেজু মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজ মিশুক চালকের মা বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুিত চালাচ্ছে।
নিখোঁজ মিশুক চালকের মা নাজমা বেগম গণমাধ্যম কর্মীদের জানিয়েছে, আমার ছেলে রাসেল একজন মিশুক চালক। গত ১৬ এপ্রিল সকাল ১০ টায় আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে সিগারেট আনার জন্য দোকানে যায়।
এরপর থেকে আমার ছেলে নিখোঁজ রয়। আমি অনেক স্থানে খোজাখুজি করে আমার ছেলের কোন খোঁজ না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুুতি নিচ্ছি।