নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ১৭ মে ২০২৪

বন্দরে সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত

বন্দরে এজমালি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ মে) সকালে বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের  লক্ষণখোলা এলাকায় এ সন্ত্রাসী হামলার  ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, লক্ষণখোলা এলাকার হাজী আলী হোসেন(৭০), মনোয়ারা বেগম(৫৫), মুনাস(২০) ও সবুজ(২২)।  এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী শামীম জানান, বন্দরের লক্ষণখোলা এলাকার একটি এজমালী পুকুরের একাংশের মালিক হাজী আলী হোসেনসহ কয়েকজন শুক্রবার ওই পুকুরে মাছ ধরতে যান। এ সময় লক্ষণখোলার আবুল হোসেনের ছেলে সোহাগ, মৃত মোবারকের ছেলে মিন্টু ও রাজুর নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী হাজী আলী হোসেনের বাড়িতে হামলা  ও লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় হাজী আলী হোসেন, মনোয়ারা বেগম ,মুনাস ও মোঃ সবুজ আহত হন। তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।