বন্দরে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মে) দুপুরে বন্দরের কদম রসুল এলাকা থেকে বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ জানায়।
বন্দর থানার এসআই অভিজিৎ আরো জানান, কদমরসুল এলাকায় রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। রোববার দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।