
বন্দরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে সুমাইয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পিএম রোড এলাকার কবির হোসেন মিয়ার মেয়ে।
বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে স্কুলছাত্রী কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের পিতা কবির হোসেন বাদী হয়ে শনিবার (১১মে) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ৪৪৭ তাং- ১১-৫-২০২৪ইং।
এর আগে গত রোববার (৫ মে) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা থেকেমদনগঞ্জস্থ বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রী নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থী সুমাইয়া আক্তার সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বলে জানাগেছে। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে স্কুলছাত্রী সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।