
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ফেনসিডিল ও হেরোইন সহ নাঈম হাসান (৩০) নামের এক যুবক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাারকৃত নাঈম হাসান সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল টেকপাড়ার আশরাফ উদ্দিনের পুত্র।
বুধবার (১ মে) রাত দশটার দিকে তাকে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল টেকপাড়া সাকিনস্থ রাজিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১ শত পুরিয়া হেরোইন উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান,এ এইচ এম কামরুজ্জামান, সহকারী উপ- পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত দশটার দিকে তাকে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল টেকপাড়া সাকিনস্থ রাজিব ট্রান্সপোর্ট এজেন্সির সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও ১ শত পুরিয়া হেরোইন সহ নাঈম হাসান কে গ্রেফতার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মোঃ ইলিয়াস হোসেন (৩২) নামের অপর এক মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।