নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ তরুনী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৫, ১ মে ২০২৪

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ তরুনী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে  যাত্রীবাহী বাস এশিয়া ট্রান্সপোর্ট (ঢাকা-মেট্রো-ব- ১৪-৯৪৪৪) অভিযান চালিয়ে ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রূপবান বেগম (৩৫) নামের এক তরুনী কে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (১ মে) দুপুর দেড়টার দিকে বন্দর থানার  মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো  যাত্রীবাহী বাস থেকে  রূপবান বেগম কে গ্রেপ্তার করে। 

গ্রেফতারকৃত রুপবান বেগম কক্সবাজার জেলার সদর থানার লাইট হাউজের জিয়া গেস্ট হাউজস্থ মৃত রহিম মোল্লার মেয়ে।

জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে  জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক  ইকবাল আহমেদ দীপু,সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার  মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো  যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ  রূপবান বেগম কে গ্রেফতার করে। 

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে রুপবান বেগম কে আসামী করে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।