নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

মহান মে দিবসে সিদ্ধিরগঞ্জে ইনসাবের বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৩, ১ মে ২০২৪

মহান মে দিবসে সিদ্ধিরগঞ্জে ইনসাবের বর্ণাঢ্য র‌্যালি

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), নাসিক ১ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষ্যে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালীটি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তা প্রদক্ষিন করে পুনরায় হিরাঝিল এলাকায় এসে শেষ হয়।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), নাসিক ১নং ওয়ার্ড কমিটির সভাপতি মো: রবিউল আউয়ালের সভাপতিত্বে উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর হাজী মো: ওমর ফারুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি মো: হারুন, আবু তাহের, সোলেমান গাজী,  সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক আল আমিন ও আব্দুর রহিম, মকবুল হোসেন, আনিসুর রহমান, মনু মিয়া, শহিদ, কবির হোসেন, গোলাম মোস্তফা ও কামাল হোসেনসহ  সংগঠনের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, ১ মে, মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।

ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
 

সম্পর্কিত বিষয়: