বন্দরে চিরনিদ্রায় শায়িত হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়র্ডের দড়ি সোনাকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুদ্দিন বদু (৭৭)।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুমা দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের সামনে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার করা হয়। পরে সোনাকান্দা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
এরআগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ তার নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
জানাজার নামাজে ইমামতি করেন দড়ি সোনাকান্দা বাইতুল সালাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আরিফ বিল্লাহ।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারে অংশ নেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাইমিন আল জিহান।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় জানাজায় অংশ নেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির, বীর মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন তোতা, ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন আহাম্মদ, বৃহত্তর দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নুরুল হোসেন, দড়ি সোনাকান্দা বাইতুস সালাত জামে মসজিদ কমিটির সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলী আজহার তৌফিক, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ মাসুদ, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ জামান, যুবলীগ নেতা মোঃ সুমনসহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।