নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় দেশীয় অন্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৪

ফতুল্লায় দেশীয় অন্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, দুইটি চাপাতি, একটি সাদা মোটা রশি ও পাচঁটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- জেলার ফতুল্লা মডেল থানার পাগলা এলাকার মেলেটারির বাড়ীর ভা]াটিয়া শানু হাওলাদারের পুত্র জনি (২২), পাগলা পূর্ব পাড়ার মোজাফ্ফরের বাড়ীর ভাড়াটিয়া শাহ আলমের পুত্র মো. আল মামুন (২৭), পাগলা বৈরাগি বাড়ীর কুদ্দুস মিয়ার পুত্র মো. মিন্টু (২২), পাগলা মুসলিম পাড়ার মহর আলীর পুত্র মো. মোমেন (১৯) ও বৌ বাজারের মুখলেছের পুত্র মো. রাজিব (১৯)।

শুক্রবার (২৬ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে  কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের দাপাইদ্রাকপুরস্থ এস.বি ফিলিং স্টেশনের পিছনে পদ্মা সেতু রেললাইনের ওভার পাস ব্রিজের ৮৯ নং পিলারের পূর্ব পার্শ্বের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করেন।

এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা আরো ৪/৫ জন ডাকাত।