বন্দরে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি কালে ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৮ হাজার একশ’ টাকা ও লাঠি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর বড়গুষ্টি এলাকার মোঃ হাতেম আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯), মুন্সীগঞ্জের চর বিশোরগঞ্জ এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম(৩৫) , মুন্সীগঞ্জের উত্তর কোর্টগাও এলাকার মোঃ মহিউদ্দিন মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন(৫৪) ও মুন্সীগঞ্জের হাট লক্ষীগঞ্জ এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে শফিকুল ইসলাম(৪২)। এ সময় আল আমিন নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে বাল্কহেডের সুকানী মোঃ কামাল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৬(৪)২৪ ধারা- ১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬ পেনাল কোড -১৮৬০,।
সুকানী কামাল মিয়া গনমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে বাবার স্মৃতি নামে একটি বাল্কহেডে লবন বোঝাই করে রূপগঞ্জের মুড়াপাড়া যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বন্দরের শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীতে এলে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ৫ চাঁদাবাজ লাঠি হাতে বাল্কহেডের গতিরোধ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা তাদের মারধর করে। মারধর থেকে রেহাই পেতে তাদের ৩ হাজার টাকা দেওয়া হয়। এ সময় নদীতে টহলরত সদর থানার নৌ পুলিশ বাল্কহেড থেকে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করে। ট্রলার চালক আল আমিন নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ৪ চাঁদাবাজ গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে।