কিশোর গ্যাং বাহিনীর আতংক কাটছেই না ফতুল্লার ইসদাইরবাসীর। ঈদের রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর ব্যাংক টাউন এলাকায় সশস্ত্র তাণ্ডব চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং নিলয় বাহিনী। এ বিষয়ে মামলা হলেও আতংক কাটেনি এলাকাবাসীর।
তথ্য মতে মামলা হলেও নিলয় বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত সদলবলে দলবেধে মহড়া দিচ্ছে নতুন বাজার,ব্যাংল টাউন, কাপুড়াপট্টির আশপাশের অলিগলি।
জানা যায়,ঈদের রাতে ফতুল্লার ইসদাইর ব্যাংক টাউন এলাকায় সশস্ত্র তাণ্ডব চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং নিলয় বাহিনী। এসময় দেশীয় ও ধারাল অস্ত্র হাতে অন্তত ৩০ থেকে ৪০ জন কিশোরের মহড়া এবং প্রতিপক্ষের ওপর হামলা করা হয়।
হামলায় বাবা-ছেলেসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে কিশোর গ্যাং নিলয় বাহিনীর সশস্ত্র তাণ্ডব ও হামলার এ ঘটনার দৃশ্য স্পষ্ট দেখা যায়। ইতিমধ্যে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে নাছির নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের কেও গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।