নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ আব্দুল আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ২২ এপ্রিল ২০২৪

বন্দরে ইয়াবাসহ আব্দুল আলী গ্রেপ্তার

বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আলী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল আলী বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া  এলাকার সামছুল আলম মিয়ার ছেলে। 

ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে  গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। 

গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (২২ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ১১টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডের ঢাকাগামী ফুটওভার ব্রিজের নীচে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল আলী দীর্ঘদিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রয় করে আসছে।
 

সম্পর্কিত বিষয়: