বন্দরে ৫ কেঁজি গাঁজাসহ আতিয়ার (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আতিয়ার বন্দর উপজেলার ধামগড় এলাকার মৃত ছানু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে উল্লেখিত মাদক মামলায় শনিবার (২০ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।
এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টায় বন্দর উপজেলার ধামগড় এলাকার গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বসত ঘরে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই হামিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৪)২৪।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আতিয়ার দীর্ঘ দিন ধরে ধামগড়সহ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।
গত শুক্রবার রাতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেঁজি গাঁজাসহ তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।