নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১৮ এপ্রিল ২০২৪

ফতুল্লায় স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে স্বামীর আত্মহত্যা

ফতুল্লায় স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে রাজিব কুমার দাস নামে এক ব্যক্তি গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার দুলাল মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

 

নিহত রাজিব কুমার দাস(৩৫) নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের মৃত. গোপীনাথ দাসের ছেলে।

 

রাজিবের বড় ভাই সঞ্জয় কুমার দাস জানান, রাজিব ও তার স্ত্রী ঝুমা রানীকে নিয়ে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বুধবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের নিজ বাসায় পূজা অর্চনা করে ভাড়া বাসায় গিয়ে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে রাজিব। তখন তার স্ত্রী ঝুমা রানীকে বাসা থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরের দিন দুপুরে তার কোন সারাশব্দ না পেয়ে থানায় খবর দেয়া হয়।

 

ফতুল্লা মডেল থানার এসআই বাপ্পি সরদার বলেন, দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের ফ্যানের সাথে গলায় ফাস লাগানো রাজিবের নিথর দেহ ঝুলছে। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃতঘোষনা করেন। লাশ হাসপাতাল মর্গে ময়না তদন্ত করে পরিবারের কাছে দেয়া হয়। এবিষয় অপমৃত্যু মামলা হয়েছে।