নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫১, ১৮ এপ্রিল ২০২৪

বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা 

 বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মোঃ জুবায়ের (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে  খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।  নিহত জুবায়ের বন্দর উপজেলার উত্তর কুশিয়ারা গ্রামেরধধ নূরুজ্জামানের ভাড়াটিয়া শাহনেওয়াজের ছেলে।

এলাকাবাসী জানান, কয়েকদিন যাবত জুবায়ের তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার  জন্য আবদার করে । দরিদ্র বাবার পক্ষে কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জুবায়ের। এরপর বুধবার রাতে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার এসআই অভিজিৎ জানান,  এ ব্যাপারে বন্দর থানায় (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: