নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগ দ্বিতীয় দফায় ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ৮ এপ্রিল ২০২৪

কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগ দ্বিতীয় দফায় ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করে উপভোগ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের দুই হাজার হত দরিদ্র, অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া।

সোমবার (৭ এপ্রিল) সকালে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিং, আটি ওয়াপদা কলোনী, আটিগ্রাম, আউলাবন, উত্তর আজিবপুর বাগানবাড়ী, কোনাপাড়া ও মাইচ্ছাপাড়া এলাকার জনসাধারণের মাঝে এ নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, লুঙ্গি, শাড়ি, থ্রি পিছ, সেমাই, চিনি ও দুধ।

এসময় ওয়ার্ডের সাধারণ মানুষ কাউন্সিলরের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে উঠেন।

কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া তার প্রতিক্রিয়ায় জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ উৎসব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে ভাগাভাগি করতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নিয়েছি।

এবার আমার ওয়ার্ডের তিন হাজারেরও বেশী পরিবারের মুখে হাসি ফুটাতে উদ্যোগ নিয়েছি। কেউ যাতে অর্থাভাবে পরিবার নিয়ে কষ্ট না করে সেদিকে আমরা সজাগ রয়েছি।

এসময় কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাঁর পুত্র সাইফুল ইসলাম রাফিন, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ হাউজিং কমিটির সভাপতি আব্দুল আউয়াল, হাউজিং মসজিদ কমিটির সভাপতি মো: রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কন্ট্রাকটার, আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন আলেক, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দিন, সালামত উল্লাহ, ওমর ফারুক, ইমরান হোসেন আকাশ, নিজাম উদ্দিন, মামুনুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।