নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে এলোপাথারী কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এঘটনায় শনিবার সকালে আহত এক যুবকের মা ৭জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে। এরআগে শুক্রবার রাতে ফতুল্লার পাগলা এলাকায় এঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, পাগলা নয়ামাটি এলাকার মঞ্জু ও সাবিনা বেগমের ছেলে দুর্জয় (২২) ও তার বন্ধু হিমেল শনিবার রাত ৮টায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে পাগলা মার্কেটের সামনে জেলেপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিঠুন তার দুই ভাই রাব্বি, ইয়াসিন ও তাদের সহযোগী রাকিব, রাব্বি-২, আলআমিন, সানজিদসহ ৭/৮ জন পথরোধ করে রিকশা থেকে টেনে হেচড়ে নামিয়ে একটি মাঠে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর স্থানীয় লোকজন তাদের দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।