আড়াইহাজারে ড্রেজারের দিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগ আজিজ ও জলিল নামের ২ মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌর সভার লক্ষিবরদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, আড়াইহাজার উপজেলার লক্ষিবরদী নামক স্থানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক।
এই সময় বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১টি মামলায় আজিজ ও জলিলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মুচলেকা নেয়া হয়।
মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার ও আনুষাঙ্গিক সরঞ্জাম অপসারণ করে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমানের এর জিম্মায় দেয়া হয়। অভিযানের সময় গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।