বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আজিম (৩৫) নামে এক চিহৃিত মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আজিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(৪)২৪।
থানা সূত্রে জানাগেছে, মাদক ব্যবসায়ী আজিম র্দীর্ঘ দিন ধরে বন্দরে দক্ষিণ ঘারমোড়া, চরঘারমোড়া ও চুনাভূরা এলাকাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।