ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা লেগে মাজহারুল ইসলাম বাবলু নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। এসময় সিএনজি চালকও আহত হয় তবে তার নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে লিংক রোডে ভূইগড় এলাকায় এঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম বাবলু (৪০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) চাকুরী করেন বলে জানাগেছে তবে তার পদপদবী জানাযায়নি।
ফতুল্লা মডেল থানার এসআই খালিদ জানান, মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস সড়কে দাড়িয়ে যাত্রী উঠা নামা করছিলেন। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী সিএনজি ওই বাসের পিছনে এসে ধাক্কা দেয়।
তখন সিএনজি চালক ও যাত্রী আহত হয়। তাদের স্থানীয় লোকজন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পেরেছি বাবলু নামে একজন মারাগেছে। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি।