নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-০৬৮৪) অভিযান চালিয়ে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম সাইফুল (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম সাইফুল নড়াইল জেলার লোহাগড়া থানার মল্লিকপুর সর্দার বাড়ীর মৃত ছোলেমান সর্দারের পুত্র।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর 'খ' অঞ্চলের সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় পোল্ডার রোডস্থ জোনাকি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশীকালে ওই ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।