নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৩, ১৯ মার্চ ২০২৪

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাহিম (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো ২ ইয়াবা কারবারি। গ্রেপ্তারকৃত মাহিম পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার আমান মিয়ার ছেলে।

পলাতক মাদক কারবারিরা হলো- একই  মৃত আলীনূর মিয়ার ছেলে ইকবাল হোসেন (৪৮) ও বন্দর ঝাউতলা এলাকার বাবুল মিয়ার ছেলে মেরাজ (২৩)। 

গ্রেপ্তারকৃত মাহিমকে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৮ মার্চ) রাত সোয়া ১০,টায় পুরান বন্দর চৌধুরী বাড়ীস্থ পলাতক মাদক ব্যবসায়ী ইকবালের বসত ঘরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারিসহ পলাতক ২ মাদক কারবারিকে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।  যার মামলা নং- ২৫(৩)২৪। 

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মাহিম ও পলাতক মাদক ব্যবসায়ী ইকবাল ও মেরাজ দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।