বন্দরে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরে আরাভ(১৮) নামে এক কলেজ ছাত্রকে দুই দফা বেধরক পিটিয়ে আহত করেছে বখাটেরা। সোমবার (১৮ মার্চ) বিকেলে বন্দরের সরকারী কদমরসুল কলেজে এ ঘটনা ঘটে। এ বাপাারে সাধারণ ডায়েরী করা হয়েছে।
কদমরসুল কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ছুটির পর বিজ্ঞান শাখার এক ছাত্রীকে ক্লাসরুমে কলেজের কয়েকজন ছাত্র বহিরাগতদের নিয়ে উত্ত্যক্ত করে। এতে বাঁধা দেন ওই কলেজের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী আরাভ।
এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে ক্লাস রুমের ভিতরে আরাভকে মারধর করে বখাটেরা। পরে আরাভ রিকশা যোগে বাসায় ফেরার পথে রিকশার গতিরোধ করে আরেক দফা মারধর করা হয়।
এ ব্যাপারে সরকারি কদমরসুল কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আক্তার বলেন, তিনি বর্তমানে প্রশিক্ষণের কাজে কলেজের বাইরে অবস্থান করছেন। বিষয়টি জেনে ব্যবস্থা নিবেন তিনি।
তিনি বলেন এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে যদি কলেজের কোনো ছাত্র জড়িত থাকে তাদেরকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে।