নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৪, ১৭ মার্চ ২০২৪

ফতুল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফতুল্লায় মনির হোসেন নামে এক মোটর সাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১১টায় ফতুল্লার দাপা শৈলকুুড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

 নিহত মনির হোসেন (৩৫) ফতুল্লার ধর্মগঞ্জ নবীনগর এলাকার লবী কোটারীর ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, মনির হোসেন ঢাকা থেকে নারায়ণগঞ্জে মোটরসাইকেল চালিয়ে আসার পথে অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। 

তখন ঘটনাস্থলেই মনির হোসেনের মৃত্যু হয়। অজ্ঞাত ট্রাকের সন্ধান করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।