ফতুল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলো- ডাকাত দলের সর্দার আবুল হোসেন, মো. জাকির হোসেন, মো. মিজানুর রহমান, মো. নাইম ব্যাপারী এবং মো. কাউছার।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত রামদা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
শুক্রবার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, বৃহম্পতিবার ৭ মার্চ দিবাগত রাতে র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত রামদা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।