নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে প্রশ্নের ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০২, ৬ মার্চ ২০২৪

সিদ্ধিরগঞ্জে প্রশ্নের ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রের ৫৭০ জন পরীক্ষার্থী ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। ঘটনাটি ঘটে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

বুধবার (৬ মার্চ) দুপুরে ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম জানান, মঙ্গলবার বিজ্ঞান বিভাগে রসায়নের প্রশ্নে সারা দেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন। 

বিষয়টি জানাজানি হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে, এ ঘটনায় ওই স্কুলের কেন্দ্র সচিব ও রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সায়েম হোসেন নামক ব্যক্তি।

এ ঘটনায় ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব বলেন, বোর্ড থেকে প্রশ্নপত্র বের করাকালীন সময়ে সেট পরিবর্তন হয়েছিল। অন্য সেটে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না।

শিক্ষার্থীরা যে যেই প্রশ্নে পরীক্ষার খাতায় লিখছেন সে অনুযায়ী নম্বর পাবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।