আড়াইহাজারে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সদাসদী পূর্বপাড়ার খোকন মিয়ার ছেলে হৃদয় (২২) ও মাধবদী চরদিঘলদী গ্রামের আ. হকের ছেলে জাকির হোসেন (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মার্চ) উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সাইদী নামের একজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে সদাসদী গ্রামের আ. হান্নানের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ সাহা জানান, সদাসদী গ্রামে বেশ কিছু দিন ধরে এ চক্রটি মাদক ক্রয়-বিক্রি করে আসছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।