নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নুপুর আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। আত্মহননকারী মোসা. নুপুর আক্তার নোয়াখালী জেলার মৃত রফিকউল্লাহর মেয়ে। তার স্বামীর নাম মো. রুবেল। তিনি প্রবাসে থাকেন। 

নিহত নুপুর আক্তার তার তিন বছরের একটি ছেলে সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভাড়া বাসা থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন লাশ উদ্ধার করেন।

এসআই মশিউর রহমান নয়ন বলেন, বাসার ভেতর থেকে দরজা লাগিয়ে আত্মহত্যা করে নুপুর। পরে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।