সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, ইভটিজিং, কিশোরগ্যাং সহ সকল অপরাধ নির্মূলের জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কাউন্সিলর হাজ্বী নূর উদ্দিন মিয়ার সভাপতিত্বে নাসিক ৪নং ওয়ার্ডের উত্তর আজিপুর এলাকায় "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোরগ্যাং, ছিনতাই, চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোঃ কামরুল হাসান, (পিপিএম) এর আয়োজনে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিম মুন্সী, সিদ্ধিরগঞ্জ হাউসিং প্লট মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল আউয়াল, নাসিক ৪ নং ওয়ার্ড কমিটি পুলিশিংয়ের এর সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলী, সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সমাজসেবক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নিজামুদ্দিন, সমাজসেবা সালামত উল্লাহ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।
এসময় ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আরো বলেন, মাদক, ইভটিজিং,ইয়াবা, বাল্যবিবাহ, এ সমস্যা গুলো শুধু সিদ্ধিরগঞ্জে না। গ্রাম থেকে শহর ছড়িয়ে গেছে মাদক। এখানে শুধু মাদক না, বাল্যবিবাহ, সাইবারক্রাইম, কিশোরগ্যাং এগুলো সামাজিক ব্যধি তাই সামজিক ব্যধি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা চাই।
সকলের সহযোগিতা পেলে মাদক, সাইবারক্রাইম সকল কিছু প্রতিরোধ করতে পারবো। আমাদের পাড়া মহল্লায় মাদক বিরোধী কমিটির তৈরি করতে হবে। মাদক বিক্রেতাদের তালিকা তৈরি করতে হবে। মাদক সেবনকারী দের তালিকা তৈরি করে প্রয়োজনে তাদের চিকিৎসা দিতে হবে।
মাদক বিক্রেতাদের সাথে আমাদের বিন্দুমাত্র আপোষ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার পরিবার, সমাজ, দেশরের স্বার্থে আমাদের মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। এসময় এলাকাবসীর সকলের কথা শুনে ওসি সবাই এ সকল অপরাধ প্রতিরোধে আশ্বাস ব্যাক্ত করেন।