সদর নৌথানা পুলিশ কর্তৃক শীতলক্ষা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা (৬০) বছরের এক বৃদ্ধর মৃতদেহের নাম পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম হলো সুরুজ মিয়া (৬০) সে নরসিংদী জেলার মনোহরদী থানার বড়চাঁপা এলাকার মৃত ইছাম উদ্দিন ওরফে আকন্দ মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যার অপমৃত্যু মামলা নং - ৫।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানার একরামপুরস্থ আকিব সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, গত রোববার (১১ ফেব্রুয়ারি) বাদ আছর নামাজের পর থেকে বৃদ্ধ সুরুজ মিয়া নিখোঁজ হয়। পরে গত (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞতনামা পুরুষের মৃতদেহ দেখতে পেয়ে সদর নৌথানা পুলিশকে সংবাদ দেয়।
পরে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে অজ্ঞাতনামা বৃদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার হাসপাতালের মর্গে প্রেরণ করে।