বন্দরে কুমিল্লার এক মাদক কারবারিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ওই সময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল সেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৫০ টাকা ও মাদক বহনকৃত ১টি মোটর সাইকেল (নারায়ণগঞ্জ ল ১১-০৫২২) জব্দ করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ফুলহর এলাকার রুহুল আমিনের বাড়ি ভাড়াটিয়া মনির হোসেন মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রাকিব হাসান (২০) ও কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার ভোষনা এলাকার আবুল কালাম আজাদ মিয়ার ছেলে ছানোয়ার আজাদ (১৯)।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত রোববার (১১ ফেব্রুয়ারী) পৌনে ৮টায় বন্দর থানার মদনপুরস্থ রসনা বিলাস রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ এদরেক গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-১০ এর কর্পোরাল জাহাঙ্গীর আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং -১৫(২)২৪।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে অবাধে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বন্দর থানার মদনপুরস্থ ভোজন বিলাশ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।