নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া আর নেই 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া আর নেই 

পেপসি কোম্পানি সাবেক জিএম ও বন্দরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূইয়া (৭৩) আর নেই। ইন্না-লিল্লাহি ......  রাজিউন।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২টায় ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি: শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে  স্ত্রী ও ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন তিনি।

মরহুমের নামাজের জানাযা শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় অনুষ্ঠিত হওয়ার পর ঢাকা মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন সর্ম্পন করা হয়।

বন্দরে বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোহাম্মদ হোসেন ভূঁইয়ার কফিনে পুস্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মুহাইমিনুল আল জিহানসহ বন্দর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

জানাযায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা মীর আলী আক্কাসসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।