বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থীকে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত করে আহত করার অভিযোগ বখাটে যুবকদের বিরুদ্ধে।
আহতরা হলো- বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আলী হোসেন ছেলে কলেজ ছাত্র শিশির (১৯) ও একই থানার ফরাজিকান্দা এলাকার আশরাফুজ্জামান বাবু মিয়ার ছেলে অপর কলেজ ছাত্র ইমন (১৮)।
স্থানীয়রা আহত দুই কলেজ ছাত্রকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় মারাত্মক জখম প্রাপ্ত কলেজ ছাত্র শিশিরের পিতা আলী হোসেন মিয়া বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে হামলাকারি বখাটে সন্ত্রাসী রিগান, রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এর আগে বুধবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১১টায় কলেজ ছাত্র শিশির ও তার বন্ধু ইমন কলেজ শেষ করে বালিয়াগাও এলাকায় ঘুরতে আসে ওই সময় উল্লেখিত এলাকার আলতাফ হোসেনের ছেলে রিগান একই এলাকার আবুল খোরশেদ মিয়ার ছেলে রাকিব একই এলাকার সাগর ও আলিফসহ ৪/৫ বখাটে অভিযোগের বাদী ছেলে শিশির ও তার বন্ধু ইমনকে দেখা মাত্র তাদেরকে গালাগালি করে।
ওই সময় শিশির উল্লেখিত বখাটেদের গালাগালি করতে নিষেধ করলে ওই সময় রিগান,রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই কলেজ ছাত্রকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১টি মোবাইল সেট ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।