নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ২৪ জানুয়ারি ২০২৪

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার এক ইলেকট্রনিক ব্যবসায়ী বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মারা গেছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. ওমর ফারুক খান (৪৫)। 

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে তিনি মারা যান। 

নিহত ব্যবসায়ী মো. ওমর ফারুক খান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকার আহমেদ আলী খানের সন্তান।

নিহতের ভাই রফিকুল ইসলাম খান বলেন, আমার ভাই ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ দুপুরের বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে সবকিছু নিয়ে যায়।

পরে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।