সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নম্বর ওয়ার্ডে হিরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খালের উপর থাকা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ভেঙে পড়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি তবে এলাকাবাসির মধ্যে ভয় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ইতিপূর্বেও এই কাঠের সেতুটি একবার ভেঙ্গে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ-বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি সংস্কার করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই সেতুটি পারাপার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩-৪ জন পথচারী পারাপার হ ওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় মাঝখান থেকে একজন পথচারি লুটিয়ে পড়লেও তবে অন্যান্যদের সহযোগিতায় খালে পড়া থেকে রক্ষা পান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, ভেঙে পুড়া সেতুটি অতি দ্রুত সিটি করপোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হন নি।