নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

বন্দরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ইয়াসমিন দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৯, ১৬ জানুয়ারি ২০২৪

বন্দরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ইয়াসমিন দগ্ধ

বন্দরে গ্যাস সিলিন্ডারের লিকেস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দরে দুই সন্তানের জননী ইয়াসমিন বেগম  (৪৫) নামে এক মধ্যবয়সী নারী  মারাত্মকভাবে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা উল্লেখিত গৃহবধূকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা শেখ হাসিনা বার্ন  ইউনিটে প্রেরণ করার নির্দেশ দেন।

অগ্নিদগ্ধ মধ্যবয়সী নারী ইয়াসমিন বেগম কায়সার বন্দর থানার ২০নং ওয়ার্ডের মামুদনগর কেএন সেন রোড এলাকার বেলী বেগমের বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার ওসমান আলী মিয়ার স্ত্রী বলে জানাগেছে।  গত সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর থানার সোনাকান্দা হাটসংলগ্ন এলাকায় এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানিয়েছে, প্রতিদিনের ন্যায় গত সোমবার সকাল সাড়ে ৮টায় ইয়াসমিন বেগম রান্না ঘরে পরিবারের  জন্য সকালে নাস্তা  তৈরি শেষ করে রান্না ঘর বন্ধ করে রাখে।

ওই সময় অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ দিয়ে গ্যাস র্নিগত হয়ে সম্পর্ন রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পরে। ওই দিন সকাল ১০ টায় উল্লেখিত নারী রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় মারাত্মক ভাবে  অগ্নিদগ্ধ হয়।