
ফতুল্লার চানমারী থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ বোরহান কবির (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত বোরহান কবির নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভুলতা মর্তুজাবাদের মৃত মোতাহার মিয়ার পুত্র।
সোমবার সন্ধ্যায় তাকে ফতুল্লা মডেল থানার চানমারী আ্রমি মার্কেটস্থ জননী এক্সপ্রেস সার্ভিসের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (খ অঞ্চল) ফজলুল হক খান,উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু,সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে পাচটার দিকে ফতুল্লা মডেল থানার চানমারী আ্রমি মার্কেটস্থ জননী এক্সপ্রেস সার্ভিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১ শত বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী বোরহান কবির কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান জানান, তাদের নিকট সংবাদ আসে যে, জনতা এক্সপ্রেস সার্ভিসের (পার্সেল সরবরাহকারী) মাধ্যমে সরিশা তেলের কার্টনে ভরে ফেনসিডিলের চালান আসবে।
এমন সংবাদের ভিত্তিতে তারা সোমবার সকাল থেকে ঘটনাস্থলপর আশপাশে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা সাড়ে পাচটার দিকে বোরহান জনতা এক্সপ্রেস সার্ভিসে গিয়ে পার্সেলটি গ্রহন করে বের হওয়ার সময় তাকে ওই ফেনসিডিলসহ আটক করে।