নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে কণের শখ পুরণে বর আসলেন হেলিকপ্টারে চড়ে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০১, ২১ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জে কণের শখ পুরণে বর আসলেন হেলিকপ্টারে চড়ে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কনের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন আল-আমিন শ্রাবণ নামে এক যুবক।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝীল আবাসিক এলাকায় হেলিকপ্টারে চড়ে যান। 

 

জানা গেছে, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আলা-আমিন শ্রাবণ ও  হীরাঝীল এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হীরা চেয়েছিলেন তার বর হেলিকপ্টারে চড়ে এসে বিয়ে করে তাকে হেলিকপ্টার যোগে নিয়ে যাবেন। স্ত্রীর শখ পূরণ করতে শ্রাবণ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান।

মেহরুন আক্তার হীরা আরও বলেন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে  বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে এ কারণে আমি অনেক খুশি।

এদিকে, হেলিকপ্টার আসার খবরে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধরা হেলিকপ্টারের সামনে এসে ভীড় জমায়। 

 

আল-আমিন শ্রাবণ বলেন, আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। এছাড়া আমার বাবা মা চেয়েছে তা আমি আমার স্ত্রীর শখটা পূরণ করি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমি শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি। 

 

 

সম্পর্কিত বিষয়: