নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩২, ১১ অক্টোবর ২০২৩

বন্দরে হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যার ঘটনায় মামলা


বন্দরে হতাশাগ্রস্থ যুবক রিয়াদ (৩০)  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে আত্মহত্যাকারি বড় ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুরস্থ ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক রিয়াদ কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। আত্মহত্যাকারি যুবকের মামা জাহিদ গনমাধ্যমকে জানিয়েছে, ভাগ্নে রিয়াদ দীর্ঘ দিন যাবত প্রবাস জীবন যাপন করে দেশে এসে বেকার হয়ে পরে। চাকুরি না থাকার কারনে দিন দিন রিয়াদ হতাশাগ্রস্থ হয়ে পরে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে  বাড়িতে কেউ না থাকার কারনে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি এসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ।

রিয়াদের মৃতদেহ ময়না তদন্ত পর বুধবার (১১ অক্টোবর) দুপুরে  তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।