আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল মানুষের মাঝে অবহিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের দলীয় মনোয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন উদ্যোগে আয়োজনে শনিবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে এর আলহাজ্ব মোশাররফ হোসেন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও প্রচারণা এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৩ আসনের আওয়ামীলীগের দলীয় মনোয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বপ্নের পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যালেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এক্সপ্রেসওয়ে, এলিভেটেট ওয়ে সহ বড় বড় মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন করে চলেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে আজ আমরা স্মার্ট বাংলাদেশের দারপ্রান্তে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
দেশের উন্নয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের সরকার কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে আমরা সবাই ঐক্যদ্ধ হয়ে কাজ করবো। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই প্রচার ও লিফলেট বিতরণ অব্যহত থাকবে। শেখ হাসিনার কোন বিকল্প নাই সুতরাং শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আমরা আজ ঐক্যবদ্ধ। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।
আওয়ামীলীগ নেতা আবুল কাসেমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,কাঁচপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক সহসভাপতি আব্দুল রাজ্জাক,সোলাইমান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড সদস্য মনির হোসেন মনু,কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী মোফাজ্জল হোসেন,কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জামাল হোসেন, কাঁচপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।