নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ মার্চ ২০২৫

দেওভোগে ইয়াবা ও ফেনসডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

দেওভোগে ইয়াবা ও ফেনসডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শহরের দেওভোগ এলাকা থেকে ইয়াবা ও ফেনসডিল সহ আনিস (৫১) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মো. আনিছ জেলার সদর মডেল থানার দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত সাদেক আলীর পুত্র। 


সোমবার রাতে তাকে শহরের দেওভোগ পাক্কা রোডের খানকা গলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জানা যায়,  সোমবার রাত সাতটার দিকে গোপন সংবাদের বিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান,সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান,মামুনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার দেওভোগ পাক্কারোড এলকায়  অভিযান চালিয়ে বোতল ফেনসিডিল ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী মো. আনিস কে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


এর আগে রোববার সন্ধ্যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ডস্থ  রহিম মার্কেটের সামনে অভিযান চালিয়ে  ১২ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আবুল কাশেম (৫৪) কে গ্রেপ্তার করে।