নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার ছাত্রদল নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্ট ছিল। তাই সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ছাত্রদল নেতা জুয়েল রানাকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেন।