নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে থানায় অভিযোগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩২, ২৯ আগস্ট ২০২৩

সিদ্ধিরগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে থানায় অভিযোগ 

সিদ্ধিরগঞ্জে একটি মসজিদ কমিটির সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান ওই মসজিদের ইমাম ও তার দুই সহযোগির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- দক্ষিন কদমতলী-গোদনাইল নয়াপাড়া জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম ও তার দুই সহযোগী নবাব মিয়া এবং বাবু । 


অভিযোগে উল্লেখ করা হয়, ইমাম নজরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগে থাকায় তাকে মসিজদের চাকুরি থেকে অব্যহতি দেয়ার ঘোষণা দিলে অভিযুক্তরা সেক্রেটারীসহ অন্যান্য মুসল্লীদের হত্যার হুমকি দেয়।


জানা যায়, দক্ষিন কদমতলী-গোদনাইল নয়াপাড়া জামে মসজিদের ইমাম নজরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠে। এ বিষয়ে শনিবার রাতে মসজিদের কমিটি এক সভা আহবান করে।  সভায় ইমামের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে এক মুসল্লী প্রমাণ করতে চাইলে নবাব মিয়া এবং বাবু কমিটির লোকজনকে অকথ্য ভাষায় গালাাগালি করতে থাকে। 


এসময় তাদেরকে বাঁধা প্রদান করলে পুলিশ সদস্য শরিফসহ একাধিক ব্যক্তিকে এরা লাঞ্চিত করে। নবাব ও বাবু এতে ক্ষান্ত না হয়ে ইমামকে চাকুরিচুত্য করলে কমিটির লোকজনকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারী মো. মজিবুর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।   


অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই মশিউর রহমান নয়ন জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইমাম নজরুলের বিরুদ্ধে প্রতিবেশী গার্মেন্টসকর্মীর তিন বছর বয়সী এক শিশু কন্যার সাথে যৌন হয়রানির অভিযোগ করে শিশুটির মা। 


এ বিষয়টি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ পেলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে ওই নবাব শিশুটির মা-বাবাকে এলাকা ছাড়তে নানা ভয় দেখায়। সেই থেকে শিশুটির পরিবার আত্তগোপনে চলে যায়।